আপনার কুকুরের খাদ্যে এই ৫টি সবজি আছে কি?
১) মিষ্টি আলু ও গোলআলু – কুকুরের খাদ্যে মিষ্টি আলু মেশানো হয় কারন এটি কার্বোহাইড্রেড, আঁশ, ভিটামিন B6, ভিটামিন C এবং ম্যগনেসিয়াম এর ভালো উৎস। এটি শক্তি এবং প্রোটিনের উৎস যা শরীরবৃত্তীয় গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে।
২) গাজর – এটি dog food এ ব্যাবহার করা হয় কারন এটি beta-carotene ও অন্যান্য ভিটামিনের উৎস। এটা কম ক্যালোরি বহন করে তাই একে কুকুরের খাদ্যতে ব্যাবহার করা হয়।
৩) বরবটি – এটি একটি অন্যতম নিরাপদ সবজি কুকুরের জন্য যা dog food এ পাওয়া যায়। এর ভেতর ম্যাগনেসিয়াম, আঁশ, ভিটামিন C , ভিটামিন K এবং ভিটামিন A আছে। এটিও গাজরের মত কম ক্যালোরি বহন করে যা অতিরিক্ত ওজনের হাত থেকে কুকুরকে রক্ষা করে।
৫) মটরশুঁটি – ভিটামিন C, K, B1, B6, B2, B3, ম্যঙ্গানিজ, কপার, আয়রন, ফসফরাস, জিংক এবং পটাশিয়াম পাওয়া যায় মটরশুঁটিতে।কুকুরের ওজন ঠিক রাখতে মটরশুঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
৫) ব্রকলি – ব্রকলি ভিটামিন C, A ও Kএর আদর্শ উৎস। এটি কুকুরের খাদ্য তৈরির একটি নিরাপদ উপাদান।
কুকুরকে সুস্থ-স্বাস্থ্যবান রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে খাদ্য উপাদানগুলো অপরিহার্য তা বেশীরভাগই এই ৫টি সবজিতে খুঁজে পাওয়া যায়।