বিড়ালের কোষ্ঠকাঠিন্য (কনস্টিপেশন)
পূর্ণ বয়স্ক বিড়াল সাধারনত দিনে একবার ভালোভাবে মল ত্যাগ করবে। এটি একটি হজম জনিত সমস্যা।
কারনঃ
লো-ফাইবার ডায়েট, ডিহাইড্রেশন, হেয়ার বল, অতিরিক্ত গ্রুমিং, পায়ু পথে ব্লক বা ঘা, প্রোস্টেড গ্ল্যান্ড বড় হওয়া, Buttocks এ লোম জট বাঁধা, দড়ি, কাপড় বা হাড় গিলে ফেলা, টিউমার বা নাড়ির সমস্যা, ঔষধের পার্শপ্রতিক্রিয়া, নিউরোলজিকাল সমস্যা, অতিরিক্ত মোটা হওয়া, কোলোনের আকার অস্বাভাবিক হওয়া।
লক্ষন সমূহঃ
১. মল ত্যাগের সময় কান্নার মত শব্দ করা।
২. মিউকাস বা রক্ত সহ ছোট, শুকনো বা শক্ত মল
৩. বারবার লিটার বক্সে যাওয়া কিন্তু মল ত্যাগ না হওয়া
৪. ক্ষুধামন্দা
৫. তন্দ্রা ভাব
৬. বমি
৭. পেটের অস্বস্থি অনুভব
৮. গ্রুমিং না করা বা কমিয়ে দেওয়া।
চিকিৎসাঃ
১. স্টুল সফটনার ব্যবহার
২. মল ত্যাগে সাহায্যকারী ঔষধ দেওয়া
৩. Enema করা
৪. Large intestine এর সংকোচন ক্ষমতা বাড়ানোর ঔষধ
৫. ম্যানুয়ালি মল সরানো
৬. অপারেশনের মাধ্যমে bowel এর বাঁধা দূর করা
৭. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাই-ফাইবার ডাইয়েট দেওয়া
৮. পানি পান বৃদ্ধি করানো
৯. ব্যায়াম বেশী করানো
১০. বার বার না খাওয়ানো থেকে ভালো কোয়ালিটির খাবার খাওয়ানো