বিড়ালের চোখের রোগ – লক্ষন ও যত্ন
বিড়ালের চোখ খুবই স্পর্শকাতর স্থান। সুস্থ চোখ পরিষ্কার এবং চকচকে থাকবে। শরীরের অন্যান্য অংশের পাশাপাশি চোখের যত্ন নেওয়া খুবই জরুরী কারন ময়লা থেকে চোখ খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়।
বিড়ালের চোখের যত্নে যা যা করণীয়-
১) প্রতিদিন চোখ পরিষ্কার করতে হবে।
২) হালকা গরমপানিতে পাতলা কাপড়/তুলো ভিজিয়ে চোখের ময়লা পরিষ্কার করে দিতে হবে।
৩) বেশি লোমওয়ালা জাতের বিড়ালের চোখের উপর লোম এসে পড়লে তা চোখের ভেতর ঢুকে যায় এবং দৃষ্টিতে সমস্যা হয় তাই নিয়মিত লোম trimming / ছাটাই করে দিতে হবে।
8) বিড়ালকে কোনো চোখা খেলনা দিয়ে খেলতে দেওয়া যাবে না, চোখে লেগে দুর্ঘটনা ঘটতে পারে।
৫) গোসলের সময় চোখে লাগলে জ্বলবে এমন শ্যাম্পু ব্যাবহার করা যাবে না । বিড়ালের জন্য Cat Shampoo ব্যাবহার করতে হবে।
এভাবে যত্ন নিলে চোখের রোগ কম হবে। কিন্তু অনেক সময় চোখ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। এর কারনে অথবা বিভিন্ন রোগের আক্রমনে চোখ অন্ধও হয়ে যেতে পারে।
রোগে আক্রান্ত হবার লক্ষনগুলো হল –
১) চোখের চারপাশ লাল হয়ে যাওয়া এবং বারবার চুলকানো।
২) চোখ দিয়ে পানি পড়া।
৩) বেশিরভাগ সময় চোখ বন্ধ করে রাখা।
8) চোখের কোনে বারবার ময়লা জমা।
৫) চোখের কোনে লাল/হলুদ রঙের ময়লা জমা।
৬) হটাৎ করে চোখের রঙ বদলে যাওয়া।
৭) চোখ ঘোলাটে হয়ে যাওয়া।
৮) চোখের আকার পরিবর্তন হওয়া।
৯) চোখের মণির ওপর আলগা পর্দা পড়া।
উপরক্ত লক্ষনগুলো চোখের অসুস্থতার লক্ষন। তাই দেরি না করে বিড়ালকে অবশ্যই পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
আমার ছোটবোনের পেছন পেছন একটা বিড়াল খুব ঘুরঘুর করে। আমার বোনও তাকে আদর করে। বিড়ালটি আমাদের বাড়িতেই থাকে। সম্প্রতি লক্ষ্য করি তার একটা চোখে সমস্যা। একটু আগে দেখি চোখটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যদিও বেড়াল আমার পছন্দ না কিন্তু মায়া লাগছে। কী করা যায় জানতে নেটে সার্চ দিয়ে আপনাদের পেজটি প্রথমে পেলাম। বললেন পশু ডাক্তারের কাছে নিয়ে যেতে কিন্তু সেটা সম্ভব নয়। বেড়ালটি ভারি দুষ্ট, কামর, খামচি দিতে চায় ধরতে গেলে।
পশু ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই আমরা রিকমেন্ড করি। সম্ভব না হলে ফেইসবুকে বিভিন্ন এনিমেল গ্রুপ আছে, সেখানে সমস্যা লিখে পোস্ট করলে অনেক সময় অভিজ্ঞরা তাদের মতামত শেয়ার করতে পারে।
মাথায় আদর এর সহিত হাত বুলান দেখবেন বিরাল কিছুই করবে না। মাথায় হাত রাখলে সে আপনার উপর ভরশা করতে পারবে। লক্ষ রাখবেন আপনি নিজে ভয় নিয়ে হাত দিতে জাবেন না এতে ও নিজে ভয় পাবে।
বিড়ালের চোখের নিচের দিকে পর্দা বড় হয়ে যাচ্ছে। কি রোগ হতে পারে??
এমন অবস্থায় কি করনীয় ??
Amar biral 2week jaboth kono khabar khay na,jor koreo khawano jay na,,,just pani khay,,
Ajke lokho korlam,tar ekta choke er monir opor ekta patla pordar er opor,toh amn situation e amr ki kora uchit,,kindly amk janale amr opokar,ar amr eidike kono animal doctor o nei😓😓😓
আমার দুইটি বিড়াল। একটি ছোট।আরেকটি বড়।যেটা ছোট তার চোখে হটাৎ লক্ষ্য করলাম মণির উপরে একটা পর্দা পরছে।প্রথমে ভাবছিলাম বড় বিড়াল টা হয়তো আচড়ে দিছিলো।পরে দেখলাম এটা একটা রোগ।এখন এ রোগের জন্য করণীয় কি?
ame biraler baccha hoyese.. Kintu baccha tar chokh khule na… Chokh diye sada pani ber hoi.. September 14 tarikhe baccha hoyese akhno chokh khule na kno… Ai somossar somadan kmn kre hobe kew janle bolben pls comment kre…
প্রথমে বেড়ালের চোখ ফুলে গিয়েছিলো,,,, আমি দিনে ৩বার করে পরিস্কার করে দিতাম,,,, ও ciprofloxacin eye drop দওয়ে দিতাম,,,, এভাবে কিছুদিন চলতে থাকে,,,, এবং ফোলাটাও অনেকটা কমে যায়,,,, একদিন রাতে ঔষধ দেওয়ার পর লক্ষ করি চোখের নীচে অর্থাৎ নাকের পাশে একটা কালো স্পট,,,, পরের দিন সকালে দেখি সেই স্হানে ছোট্ট একটা ফুটো,,,, এবং চোখের ফোলাটা পুরোপুরি কমেছে,,,, কিন্তু ঐ ফুটো দিয়ে অনবরত ময়লা তরল বেরোচ্ছে,,,,,,, এখনও আমার পরিস্কার করা চালু আছে,,,,,, এবং অ্যান্টিসেপটিক ক্রিম এবং আই ড্রপ চালু আছে,,,,
##এখন কি করবো যদি একটু বলেন খুব ভালো হয় ,,,,
বলে রাখা ভালো আমার বাড়ির আশেপাশে কোনো পশুর ডাক্তার নেই,,,,,
আমার বিড়ালের চোখের নিচে ময়লা জমে থাকে।এখন আমি বিড়ালের চোখ পরিষ্কার রাখার জন্য কী করতে পারি।
আমার বিড়ালের বয়স ২মাস প্রায়। ওর চোখের কোনে হলুদ ময়লা জমে,ঘুম থেকে ওঠার পর চোখ খুলতে পারেনা চোখে ময়লা জমে চোখ বন্ধ করে থাকে,এই সমস্যার প্রতিকার কী??
বিড়ালের চোখে সাদা পর্দা পড়ছে। দেখতে খুব কষ্ট লাগতেছে🥺
কত দুষ্টামি করতো বিড়ালটা। এখন ঠিক মতো হাটতেও পারছে না🥺😔
ঘুরে পড়ে যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া ও করে না🥺
আমার বেলালের চোখের রংটাঘোলা হয়ে গেছে কি করব