বিড়ালের আসবাবপত্র আঁচড়ানো বন্ধ করার উপায়
যারা বিড়াল পুষেন তারা দেখেছেন যে বিড়াল প্রায়ই আসবাবপত্র, উঁচু-নিচু কোন জায়গায় নখ দিয়ে আঁচড়ায়। একে ইংরেজিতে scratching বলে। এটা সব বিড়ালেরই অভ্যাস। এটা তাদের নখ বড় এবং ধারালো করতে সাহায্য করে। আবার তারা তাদের অবস্থান চিহ্নিত করার জন্য এবং এলাকা নির্ধারণ করার জন্য এটি করে থাকে। কিন্তু এর কারনে ঘরের জিনিসপত্র আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়।
তাই এ থেকে বাঁচার জন্য যা যা করতে হবে-
১। খেয়াল করতে হবে কি ধরনের জিনিস বিড়ালের বেশি পছন্দ এবং কোন জিনিসে বেশি আঁচড়ায়।
২। বিড়াল scratch করবেই। মানুষ চাইলেই তা বন্ধ করতে পারবে না কিন্তু প্রশিক্ষণ দিলে বিড়াল নির্দিষ্ট জায়গায় scratch করবে। তাই তাকে আদরের সাথে প্রশিক্ষণ দিতে হবে।
৩। দিনের বেশির ভাগ সময় তারা যে জায়গায় থাকে সে জায়গায় Scratching Pad বানিয়ে দিতে হবে যাতে তারা নখ দিয়ে আঁচড়াতে পারে।
৪। Scratching pad দোকানে কিনতে পাওয়া যায় আবার বাড়িতে বানিয়ে দেওয়া যায়। পাটের দড়ি, চটের ব্যাগ ইত্যাদি দিয়ে এই pad বানানো যায়।
৫। একটু উঁচুনিচু সমান নয় এমন জায়গায় scratch করতে তারা বেশি পছন্দ করে।
৬। যে জায়গায় scratch করে সে জায়গায় তারা পায়ের ঘাম দিয়ে চিহ্ন রেখে যায় এবং ওই গন্ধে তারা ফিরে এসে ওখানেই আবার scratch করে। সে যদি নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোন জায়গায় scratch করে , তাহলে ওই জায়গাটা ভালো ভাবে ভিনেগার/liquid cleaner দিয়ে মুছে দিতে হবে যাতে গন্ধ না পায়।
৭। বিড়াল scratching করবেই। মানুষ চাইলেই তা বন্ধ করতে পারবে না। সেজন্য প্রশিক্ষণ দিলে বিড়াল নির্দিষ্ট জায়গায় scratching করবে। তাই তাকে ভালো ব্যাবহার এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে অভ্যাস করাতে হবে।
৮। বিড়াল Scratching Pad এ scratch করলে তাকে আদর করতে হবে এবং Special treat হিসেবে ভালো কোনও খাবার দিয়ে তাকে উৎসাহিত করতে হবে।