Ring Worm overlook করাঃ আপনার বিড়ালের যদি লোমহীন গোলাকার কোনো স্পট দেখা যায় তাহলে Ring Worm এর জন্য দায়ী করা যেতে পারে। এমনকি আপনার পরিবারের অন্য সদস্যরাও রিস্কে থাকতে পারে যদি এই ফাংগাসের treatment না করানো হয়। সাধারনত আমাদের Pet এর চামড়া বা লোম এর স্পর্শ থেকে এটি ছড়াতে পারে। আপনার বিড়াল এর চামড়ায় লালচে, গোলাকার রেশ দেখা যায়, লোমহীন কোনো স্পট বা hair fall হয় তাহলে vet এর কাছে নিয়ে যান।
কৃমি মুক্ত না করাঃ Round Worm বিড়াল এবং কুকুর উভয়ের জন্য একটা common সমস্যা। এর কারনে ডায়রিয়া, বমি হয়। একটা infected বিড়াল থেকে মানুষও infected হতে পারে। তাই vet এর সাথে consult করে নিয়মিত কৃমি নাশক দিতে হবে।
Flea মেডিসিন ব্যবহার না করাঃ বিশেষ করে Summer এবং Fall এ flea মেডিসিন ব্যবহার না করলে এরা খুব দ্রুত infected বিড়াল এর শরীরে বাসা বাঁধে এবং আপনার পুরো ঘরে খুব দ্রুত ডিম পেড়ে বাচ্চা ফুটাবে। এগুলোর মাধ্যমে নানা রকম রোগ জীবানু আপনার ঘরে চলে আসবে। তাই আপনার vet এর সাথে কনসাল্ট করে লং টার্ম flea মেডিসিন নিতে হবে।
সময়মত spay বা Neuter না করানোঃ সময়মত spay বা neuter না করালে আপনার Female বিড়াল ব্রেস্ট ক্যানসারে এবং male বিড়াল টেসটিকেল ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। neuter না করালে male বিড়াল ঘর থেকে পালানোর tendancy থাকে, aggressive আচরন করে।
খাবারের পাত্র সবসময় ভর্তি রাখাঃ অধিকাংশ pet owner তাদের বিড়াল এর খাবার পাত্র সবসময় ভর্তি রাখেন এই ভেবে যেন তাদের বিড়াল যখন খুশি খেতে পারে। কিন্তু এইটা একটা খুব বাজে প্র্যাকটিস। সবসময় খাবার দিয়ে রাখলে আমাদের বিড়াল তার প্রয়োজন থেকে বেশী ক্যালরী গ্রহন করে। ফলে আমাদের বিড়াল এর অতিরিক্ত ওজন হয়ে যায় যা তাদের স্বাস্থের জন্য খুবই খারাপ।
Litter Box শেয়ার করানোঃ অনেক সময় আমরা কয়েকটি বিড়ালের জন্য একটি Litter Box দিয়ে থাকি। এরফলে বিড়াল Floor এ pee করার tendancy দেখা যায়। আবার Litter Box ময়লা থাকলে বা এর থেকে অন্য বিড়ালের smell আসলে অন্যান্য বিড়াল ওই Litter Box ব্যবহার করবেনা। তাই আলাদা Litter Box দিতে হবে।