জরুরী চিকিৎসার জন্য First Aid Box কিভাবে তৈরি করবেন ?
অনেক সময় খেলারছলে বিড়ালের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার আগে সচেতন হওয়া অবশ্যই ভাল। তবে মানুষ জানেনা কখন দুর্ঘটনা ঘটবে। তাই জরুরী first aid box বাড়িতে রাখা ভাল। আলাদা আলাদাভাবে জিনিসপত্র কিনে first aid box বানিয়ে নেওয়া যায় অথবা দোকানে কিনতে পাওয়া যায়।
First aid box এ যা যা থাকা প্রয়োজন –
- ১। পশু চিকিৎসক/vet এর ঠিকানা এবং ফোন নাম্বার।
- ২। তোয়ালে / কম্বল ।
- ৩। গরম পানির ব্যাগ(hot bag)/ ঠাণ্ডা পানির ব্যাগ(cold bag)।
- ৪।তুলা, কাঁচি, গজ, লিঊকোপ্লাস্ট, রোলার ব্যান্ডেজ, ব্যান্ডেজ, ব্যান্ডএইড, থারমোমিটারটার।
- ৫।কৃমির ওষুধ, ওরাল সাল্যাইন, গ্লুকোজ, আয়োডিন সলিউসন।
- ৬।ওষুধ খাওয়ানোর ড্রপার ও সিরিঞ্জ।
এছাড়া সঙ্গে একটি ঝুড়ি অথবা খাঁচা(বিড়াল বহনের জন্য) রাখতে হবে। বিড়ালকে ডাক্তার এর পরামর্শ ছাড়া মানুষের কোনো ওষুধ না দেওয়া ভালো কারন অনেক ওষুধ বিড়াল এর জন্য প্রাণঘাতী হতে পারে। তাই কোনও দুর্ঘটনার ঘটলে আপনার প্রিয় বিড়ালটির check-up এর জন্য অবশ্যই পশু চিকিৎসক এর কাছে যত দ্রুতসম্ভব নিয়ে যেতে হবে।