Blog, Cat, Cat Care

যেসব খাবার আপনার বিড়ালকে খুশি করতে পারে

Foods that Make Your Cat Happy

বিড়াল মাংসাশী প্রাণী তাই তাকে সাধারনত এক ধরনের খাবার অর্থাৎ শুধু মাছ অথবা শুধু মাংস খাওয়ানো হয়। কিন্তু কিছু খাবার রয়েছে যা খেতে বিড়াল খুবই পছন্দ করে। তবে মনে রাখতে হবে এই খাবারগুলো অধিক পরিমানে খেলে বিড়াল অসুস্থ হয়ে পড়তে পারে। মাঝে মাঝে তাই বিড়ালকে খুশি করতে Treat হিসেবে খাবারগুলো দেওয়া যেতে পারে।

১। টুনা মাছ (Tuna Fish) : টুনা মাছ বিড়ালের খুবই পছন্দের একটি খাবার। তবে খেতে পছন্দ করলেও বেশি পরিমানে খেতে দেওয়া যাবে না। বেশি খেলে এটি পাকস্থলীতে পাচক রস, ফ্যাটি এসিড এবং ম্যাগনেসিয়াম উৎপন্ন হতে বাধা দেয় এবং শরীরের ক্ষতি হয়।

২। দুধ (Milk) এবং চীজ (CHEESE) : দুধ এবং চীজ প্রোটিনের ভালো একটি উৎস। কিন্তু অনেক বিড়ালের lactose সহ্য করার ক্ষমতা থাকে না ফলে ডাইরিয়া হয়ে যায়। বিড়াল দুধ এবং চীজ খেতে খুব পছন্দ করে ।তাই মাঝে মধ্যে treat হিসেবে অল্প চীজ এবং পানি মেশানো দুধ খেতে দেওয়া যেতে পারে।

৩। ডিম (Egg) : সেদ্ধ অথবা রান্না করা ডিম বিড়াল খেতে খুবই পছন্দ করে।এটা প্রাণী প্রোটিনের চমৎকার উৎস।তবে রান্না করার সময় বাটার এবং কুকিং স্প্রে ব্যাবহার করা যাবে না এবং খেয়াল রাখতে হবে যে বিড়াল কাঁচা ডিম খায় না।

৪। কলিজা (Liver) : প্রাণীর কলিজা খেতে বিড়াল পছন্দ করে এবং এটি ভিটামিন A এর ভালো উৎস। তবে অতিরিক্ত পরিমানে খেলে বিষক্রিয়া হয় যা বিড়ালের হাড়ের এবং মেরুদণ্ডের ক্ষতি করে।

৫। বিড়ালের ট্রিট (Cat Treat) : Cat Treat প্যাকেটে কিনতে পাওয়া যায় এবং বিড়াল খেতে খুব ভালবাসে। মাঝেমধ্যে বিড়ালকে খুশি করার জন্য Cat treat দেওয়া যায়। তবে অতিরিক্ত Cat treat বিড়ালের ওজন বাড়িয়ে দিতে পারে।

আমাদের Online Shop থেকে ক্যাট ট্রিট কিনতে পারেন।

৬। ব্রকলি (BROCCOLI) অথবা পালংশাক (SPINACH) : যদিও বিড়াল মাংসাশী প্রাণী, হজমের সুবিধার কারনে তারা অনেক সময় ঘাস, লতা পাতা খেয়ে থাকে। তাই অল্প পরিমানে ব্রকলি সেদ্ধ করে বিড়ালকে খাওয়ানো যেতে পারে যা তাদের খাদ্য হজমে সাহায্য করবে এবং বিষাক্ত গাছ থেকে দূরে নিরাপদে রাখবে। পালংশাক ও খাওয়ানো যায় তবে কিডনির সমস্যা থাকলে তা থেকে দূরে রাখতে হবে।

৭। তরমুজ (Melon) অথবা কলা (Banana) : অনেক বিড়াল পছন্দ করে তরমুজ অথবা কলা খায়। এগুলো বিড়ালকে ঘাস, লতা-পাতা থেকে দূরে রাখবে। অল্প পরিমানে তরমুজ(দানা ফেলে দিয়ে) অথবা কলা মাঝেমধ্যে খুব কম পরিমানে দেওয়া যেতে পারে। যেহেতু বিড়াল নিরামিষভোজী নয় তাই বেশি পরিমানে তরমুজ অথবা কলা তারা হজম করতে পারবে না।
foods-that-makes-cat-happy2

One thought on “যেসব খাবার আপনার বিড়ালকে খুশি করতে পারে

  1. Oni says:

    Cat treat ta ki 2months er baby k dite parbo?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *