Blog, Cat, Cat Care

বিড়ালের Heat কি? এবং Heat এ আসার লক্ষনসমুহ

বিড়ালের Heat কি?

বিড়ালের বয়স চার–পাঁচ মাস হলে বিড়াল sexually mature হয় অর্থাৎ heat(calling নামেও পরিচিত) এ আসে। তখন কিছু লক্ষনের মাধ্যমে বোঝা যায় বিড়াল heat এ এসেছে এবং mating এর জন্য প্রস্তুত। এটা কিছুদিন পরপর নির্দিষ্ট চক্রাকারে হতে থাকে।সাধারনত দেশি বিড়াল চার-পাঁচ মাস বয়সে heat এ আসে তবে এটা নির্ভর করে breed এর উপর, যেমন- Persian জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে heat এ আসে।

বিড়াল কখন Heat এ আসে?

সাধারনত একটি সুস্থ বিড়াল প্রতি ২-৩ সপ্তাহ পর পর heat এ আসে। এটাও অনেক সময় breed, season এর উপর নির্ভর করে। প্রথম দিকে ২-৩ দিন heat এ থাকে। আস্তে আস্তে সময় বেড়ে এটি ৭-১৪ দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।

Heat এ আসার লক্ষনসমুহ

• ৪ মাস বয়সের পর বিড়াল যদি হটাৎ করে অস্বাভাবিক আচরণ করে অর্থাৎ গড়াগড়ি করে, মাথা ও লেজ দিয়ে ঘষতে থাকে এবং লেজ উঁচু করে বসে ইত্যাদি।
• রাতে বেলা জেগে থাকে। জোরে জোরে ডাকে এবং অস্থিরতা বেড়ে যায়(মেয়েবিড়াল বেশি ডাকে)।
• খাবার খেতে চায় না অথবা ক্ষুধা অনেক বেড়ে যায়।
• Potty trained কিন্তু Litter box ছেড়ে এখানে ওখানে টয়লেট করে অর্থাৎ spraying করে।
• বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় এবং সুযোগ পেলেই পালিয়ে যায়।
• ঘরে একের অধিক ছেলে বিড়াল থাকলে মারামারি করে।
• বিড়াল কিছুটা হিংস্র হয়ে যায় কামড় ও খামচি দিতে চায়।
• এসময় বিড়াল বেশি করে তার শরীর চাটে। vulva বার বার ভিজে যায় এবং সে তা চেটে পরিস্কার করতে থাকে।
• মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল কাছাকাছি থাকলে mate করতে চায়।

what-is-cat-heat-and-heat-symptoms2

Heat এ আসলে যা করণীয়

• বিড়ালের বয়স ৪-৫মাস হলে Spay অথবা Neuter করাতে হবে। তাহলে পরবর্তীতে সে আর Heat এ আসবে না।
• ছেলে ও মেয়ে বিড়ালকে আলাদা রাখতে হবে তা নাহলে বিড়াল pregnant হয়ে যাবে এবং ঘন ঘন বাচ্চা দিবে। একটি বিড়ালের এক সাথে ৬-৮টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
• বিড়ালকে বেশি বেশি আদর করতে হবে। এ সময় বিড়াল আদর খুব পছন্দ করে।
• অনেক বিড়াল খুব জোরে জোরে ডাকে তখন বিরক্ত না হয়ে তার ডাকাডাকি বন্ধ করার জন্য তার সাথে খেলতে হবে এবং বেশি করে সময় দিতে হবে।

17 thoughts on “বিড়ালের Heat কি? এবং Heat এ আসার লক্ষনসমুহ

  1. Mariom Akter says:

    Spay ba neuter কীভাবে করাতে হয়???আর কয় মাস পর করাতে হয়???

    1. PetLover says:

      আপনার নিকটস্থ পশু হাসপাতাল অথবা ভেটেরিনারি ক্লিনিকে স্পে বা নিউটার করাতে পারেন। একটি বিড়ালকে শুধুমাত্র একবারই করাতে হয়।

    2. Mehedi says:

      ৩ মাস হলে করা যায়।
      ভেটেরিনারি ডাঃ দের কাছে নিয়ে করা যায়।

  2. Raha Eliza says:

    2 bochor boyoshi biral ki heat e ashe?

    1. PetLover says:

      জি। দুই বছরের বিড়াল হিটে আসে।

  3. SHOHAN HOSSAIN says:

    আমার তো দুটোই মেয়ে বিড়াল,হিটে আসলে আমার করনীয় কী

  4. Swarna says:

    Amr biral ta boy o onkk jore jore chillay all time or sthe khela krtre geleo aggresive behave kre khamchi and kamor dey..amr ki korte pari or daka komanor jonne…plzzz help

  5. Keya rahman says:

    amr bilai aage 4 months. Ai symptom same dekhai.kono way ase bilai kishu khachi na.

  6. Farjana says:

    akta ma biral abr koto mash por hite aste pare

  7. Bushra says:

    আমার মেয়ে বিড়াল হিট এ আসছে..ছেলে বিড়াল ও বাসায় আছে..এতোদিন ছেলে বিড়াল মেটিং করার অনকে চেষ্টা করেছে কিন্তু মেয়ে বিড়াল তখন হিট এ না থাকার কারনে মেটিং করতে পারে নাই। আমার মেয়ে বিড়াল হিট এ আসছে কিন্তু ছেলে বিড়াল ওর কাছে যাচ্ছে না..এইক্ষেত্রে আমি কি করতে পারি? আমার মেয়ে বিড়াল হিট এ আসার পরে থেকে সারাদিন ছেলে বিড়াল এর কাছে যাচ্ছে কিন্তু ছেলে বিড়াল দূরে চলে যায়..মেয়ে বিড়াল ২ দিন হলো হিট এ আসছে

  8. জিল্লুর খান says:

    আমার মিনির বয়স ১১ মাস।হিটে আছে।কিন্তু খাবার পর বমি করছে। শক্ত বমি।মানে শুধু খাবার বের করে দিচ্ছে।কারন কি হতে পারে?

  9. Tamanna says:

    হিটে আসার পর কি নিউটার করানো যাবে?

  10. lisa says:

    আমার মেয়ে বিড়াল এর বয়স ৩-৪ মাস আজকে বাসা থেকে বের হয়ে যায় অনেক ডাকা ডাকি করে আর অস্তির হয়ে উঠে। এখন কি করবো? বা হিট এ আসলে হিট কমাবো কি ভাবে?

  11. সাদনান says:

    বিডাল মিটিং করার পর কি আবার হিটে আসে

  12. iffat says:

    আমার বিড়ালটা অনেক গড়া গড়ি করছে তবে ছেলে বিড়াল এর কাছে যায় না। ডাকা ডাকি করছে এখন কি করা যায়

  13. Sadia says:

    Neuter ba spray korate kmn khoroc hote pare ar 8 mash boyoshi biral ki spary ba neuter korano jabe?

  14. Jishan islam says:

    AMR PERSIAN FEMALE LAST APRIL WLER 25 TARIKH HIT A ASCILO AKHN R ASCE NH KI KORA JAY…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *