কিভাবে বিড়ালকে Harness এবং Leash train করবেন
আপনার যদি একটি indoor পোষা বিড়াল থাকে, যে কিনা বেশিরভাগ সময় জানালায় বসে বাইরে তাকিয়ে থাকে অথবা আপনার সাথে বাইরে হাঁটতে যায়, তাহলে আপনার বিড়ালটির জন্য Harness এবং leash খুবই গুরুত্বপূর্ণ। Harness/Vest বিড়ালের গায়ে পরিয়ে দিতে হয় এবং leash হল লম্বা ফিতা যা Harness/Vest এর সাথে আটকানো থাকে। কোথাও বেড়াতে গেলে অথবা vet এর কাছে নিয়ে যাওয়ার সময় এটি ব্যাবহার করা যায়। এটি ব্যাবহারের কিছু সুবিধা আছে যা হল-
- বিড়াল ভয় পেয়ে পালিয়ে যেতে পারবে না সুতরাং এটি আপনার বিড়ালকে নিরাপদে রাখবে।
- বাইরের কুকুর বিড়াল থেকে সুরক্ষা করবে।
- ব্যায়াম ও হাঁটা হবে যাতে তাদের শরীর সুস্থ ও ভাল থাকবে এবং ওজন নিয়ন্ত্রনে থাকবে।
- বিড়ালটি আপনার সাথে সাথে থাকবে এবং প্রয়োজনে কোথাও বেঁধে আপনি কাজ করতে পারবেন।
যেভাবে বিড়ালকে Harness train করবেনঃ
১। প্রথমে বিড়ালের সাইজ অনুযায়ী সঠিকভাবে Harness নির্বাচন করুন। এটি খুব গুরুত্বপূর্ণ কারন ছোট হলে বিড়াল ব্যাথা পাবে অথবা অস্বস্তি হবে, সাইজে বড় হলে Harness খুলে যেতে পারে।
২। Harness টিকে বিড়ালের খাওয়া ও ঘুমানোর জায়গার কাছে রাখুন যাতে সে Harness টির সাথে পরিচিত হতে পারে।
৩। Harness টি পরানোর সাথে সাথে leash( ধরে রাখার লম্বা ফিতা) টি লাগাবেন না। বিড়ালটিকে Harness পরে অভ্যস্ত হতে সময় দিন।
৪। প্রথমে অনেক বিড়াল Harness পড়তে চায় না। চিন্তিত না হয়ে ধৈর্য ধরুন। বকা না দিয়ে আদরের স্বরে তার সাথে কথা বলুন। এমন কিছু করবেন না যাতে সে ভয় পায়।
৫। Harness পরা অবস্থায় তাকে treat দিন। এতে বিড়াল Harness পড়তে উৎসাহী হবে।
৬। কিছুক্ষন পর Harness টি খুলে দিন, ২০-৩০ মিনিট পর আবার পরিয়ে দিন। এভাবে কয়েকবার করুন।
৭। এরপর Harness এর সাথে leash যুক্ত করুন। বিড়ালটিকে ঘরের ভেতর হাঁটাতে চেষ্টা করুন। এভাবে ২-৩ দিন ঘরের ভেতর ট্রেনিং দিন।
৮। ঠিকভাবে হাঁটতে শিখে গেলে বাইরে কাছাকাছি কোথাও হাঁটতে নিয়ে যান। প্রথম দিন কম সময় হাঁটুন।
৯। রৌদ্রজ্জ্বল দিনে নিয়মিত বাইরে নিয়ে গিয়ে তাকে হাঁটাতে পারবেন। এতে আপনার প্রিয় বিড়ালটি নিরাপদে থাকবে।