অনেক দিন থেকেই ভাবছেন একটা বিড়াল পুষবেন তাই হঠাৎ করে একটা বিড়াল ছানা নিয়ে আসলেন। সে এখন আপনার পরিবারের একজন সদস্য। তাই তার সাথে আপনার সম্পর্কটা হতে হবে বিশ্বাসের। আর এই বিশ্বস্ততা অর্জনের জন্য আপনাকে প্রতিদিন কিছুটা সময় আপনার বিড়াল ছানাকে দিতে হবে। আপনি আপনার বিড়াল ছানার সাথে কমপক্ষে ১৫ মিনিট করে দিনে দুই থেকে তিন বার সময় কাটান। আর আপনাদের মধ্যে bonding strong হবে খেলাধুলার মাধ্যমে। এরজন্য আপনার বিড়াল ছানাকে নানা রকম pet toy কিনে দিতে পারেন। যখন আপনার বিড়াল ছানার সাথে খেলাধুলা করবেন তখন আপনার মূল্যবান কোনো জিনিস বা ভেঙ্গে যেতে পারে এমন জিনিস বা বিড়াল ছানা ব্যাথা পেতে পারে এমন কিছু সরিয়ে রাখুন।
মনে রাখবেন, আপনি যদি ফুলটাইম চাকরিজিবি হন বা দিনের অধিকাংশ সময় বাহিরে থাকেন তাহলে একটি বিড়াল ছানা না নিয়ে অবশ্যই একজোড়া বিড়াল ছানা নিবেন যাতে করে তাদের খেলার সঙ্গী থাকে। তাহলে তারা অনেকটা একাকীত্ব থেকে মুক্তি পাবে।
আপনার বিড়াল socialised হয়েছে যখন বুঝতে পারবেন তখন তাকে জড়িয়ে ধরুন, তার সাথে cuddle করুন। এতে করে আপনার সাথে আপনার বিড়ালের understanding আরও strong হবে। এরপর আপনার ফ্রেন্ডদের ইনভাইট করুন আপনার বিড়ালে সাথে interact করার জন্য। যত বেশী মানুষের সাথে মিশবে আপনার বিড়াল ততবেশী social হয়ে বেড়ে উঠবে।
তবে বিড়ালের সাথে interact এর সময় কিছু জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খেলাধুলা করার সময় কখনোই আপনার হাত বা পা নিয়ে খেলা করতে দিবেন না। বিড়াল ছানা যখন আপনার হাত-পা নিয়ে খেলা করবে তখন scratch করা বা কামড়ানোটা সে খেলা হিসেবে শিখবে। কিন্তু যখন বড় হবে তখন ফুল সাইজ দাঁত ও নখ দিয়ে scratch করা বা কামড়ানো বিপদজনক অভ্যাসে পরিনত হবে।
আপনাকে অবশ্যই আপনার বিড়াল ছানার বিভিন্ন রিএকশনের দিকে খেয়াল রাখতে হবে। বিড়াল ছানা কোনো কিছুতে uncomfortable হলে তখন তাকে কিছুতেই সেই কাজটার জন্য জোরাজুরি করা যাবে না। নতুন মানুষের প্রতি ভীতি থাকলে তাকে ধীরে ধীরে অভ্যস্ত করাতে হবে। কোনো সঠিক কাজ করলে বা নতুন কিছু শিখলে তাকে treat দিন। এভাবেই আপনার বিড়াল ছানাটি আপনার সাথে বিশ্বাসের বন্ধনে আবদ্ধ হবে।