বিড়ালের Spraying বন্ধ করার উপায়
অনেকে মনে করেন শুধুমাত্র তার বিড়ালই এখানে ওখানে টয়লেট করে, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার বিড়ালদের ক্ষেত্রে। তারা অন্য বিড়ালকে আকর্ষণ করতে এবং তার অবস্থান জানাতে জায়গায় জায়গায় Pee (প্রস্রাব) করে থাকে। একে Spraying বলে। বিড়াল তার চলার পথে গন্ধ রেখে যায় যাতে অন্য বিড়াল তাকে সহজে খুজে পায়। কিন্তু ঘরে থাকা বিড়ালের জন্য এটা একটা সমস্যা। এটা বন্ধ করার কিছু উপায় আছে। যেমনঃ
১। বিড়ালের বয়স ৬ মাস হওয়ার আগে তাকে Neuter করাতে হবে । ৯০ভাগের মত বিড়াল Spraying করা শুরু করে না যদি সঠিক সময়ে Neuter করা হয়। তাই অবশ্যই বিড়ালকে Neuter করাতে হবে। এটা তাদের স্বাস্থ্যর জন্য উপকারী।
২। বাইরের বিড়াল দেখলে তারা Spraying শুরু করে। তাই বাইরের বিড়ালের কাছ থেকে দূরে রাখা ভালো।
৩। যে জায়গায় Spray করে সে জায়গায় গন্ধ থাকলে ওই গন্ধে তারা ফিরে এসে ওখানেই আবার Spray করে। তাই ওই জায়গাটা ভালো ভাবে ভিনেগার/liquid cleaner দিয়ে মুছে দিতে হবে যাতে গন্ধ না পায়। এটা করলে বারবার একই জায়গায় Spray করবে না।
৪। অবশ্যই litter box/টয়লেট পরিস্কার রাখতে হবে। গন্ধ পেলে অথবা অপরিস্কার litter box বিড়াল ব্যাবহার করতে চায় না।
৫। নিয়মিত ডাক্তারের check-up করাতে হবে। অনেক সময় urine-infection হয়ে থাকে। তখন treatment করাতে হবে।
৬। Routine অনুসারে খাওয়াতে হবে। সময়মত ঘুমাতে এবং খেলতে দিতে হবে।
৭। পরিস্কার পানি এবং ভালো খাবার দিতে হবে।
৮। তাদেরকে ভালোবাসা দিয়ে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। অনেক সময় খেলতে হবে তাদের সাথে এবং তাদেরকে বুঝিয়ে এ অভ্যাস ছাড়াতে হবে।
আপনাদের তথ্য গুলো খুবই প্রয়োজনীয়। অসংখ্য ধন্যবাদ।
Akhon bishoy ta holo financial problem er karone ami amr biral ke neutar korainai akhon or 1 year 20 din boyosh to akhon o otirikto spray korche litter e aktu pee Kore bakita akhane shekhane ar amader bashay 5 ta janala shob room e miliye to oi aka barite tai janalay boshe thake bairer biral ra ore dekha Kore jay akhon neuter kora chara to r Kono upay pacjhina but ataki asholei kaj korbe ?