অনেক সময় আপনার বিড়ালকে একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু খোলামেলা ভাবে বিড়ালকে বাইরে নিয়ে যাওয়া নিরাপদ নয় কারন বিড়াল ভীতু প্রকৃতির হওয়ায় একটুতেই ভয় পেয়ে যায়। তাই জোরে শব্দ শুনলে বা অন্য কোনো কারনে যাতে সে ভয় না পায় সেই দিকে খেয়াল করতে হবে। নিরাপদে বিড়ালকে বাইরে নিয়ে যাওয়ার কয়েকটি উপায় হল-
১) একটি আরামদায়ক প্লাস্টিক অথবা বেতের ঝুড়িতে করে বিড়ালকে বহন করতে হবে।
২) ঝুড়ির নিচে অবশ্যই নরম কাপড় বিছিয়ে দিতে হবে যাতে বিড়াল ব্যথা না পায়।
৩) ঝুড়িটি বিড়ালের তুলনায় বড় হতে হবে যাতে বিড়াল ভালভাবে নড়াচড়া করতে পারে।
৪) অবশ্যই আলো বাতাস চলাচলের জন্য ফুটো থাকতে হবে যাতে নিঃশ্বাস নিতে কষ্ট না হয়।
৫) যদি গাড়ি আপনি চালাতে থাকেন এবং আপনার সাথে অন্য কেউ একজন থাকে তাহলে তার কোলে একটি তোয়ালে বিছিয়ে বিড়ালকে বসিয়ে দিতে হবে।
৬) যদি ঝুড়িতে থাকে তাহলে ঝুড়িটি সিটবেল্ট দিয়ে ভালভাবে বেঁধে দিতে হবে যাতে ঝাঁকুনিতে না পড়ে যায়।
৭) বিড়ালের সাথে মাঝে মাঝে কথা বলতে হবে এবং আদর করতে হবে যাতে সে আপনার উপস্থিতি টের পায় এবং শান্ত থাকে।
৮) গাড়ির দুলুনিতে বিড়াল আরামে ঘুমায় তাই তার ঘুমানোর জন্য ভালভাবে ব্যবস্থা করে দিতে হয়।
৯) বিড়াল বাধার বেল্ট অথবা cat leash কিনতে পাওয়া যায় । প্রয়োজনে তা দিয়ে বিড়ালকে বেঁধে নিতে হবে।
১০) ভ্রমনের মাঝখানে বিড়ালকে খাওয়ার জন্য এবং টয়লেট করার জন্য সময় দিতে হবে।
১১) অবশ্যই dry cat food এবং পানি সাথে নিতে হবে।
যদিও সব বিড়াল ভ্রমন উপভোগ করে না, কিন্তু কিছু বিড়ালের কাছে ভ্রমন খুবই উপভোগ্য। তাই ভ্রমনের সময় অবশ্যই বিড়ালের সঠিক যত্ন নিতে হবে নতুবা দুর্ঘটনা ঘটতে পারে।