বিড়ালকে দুধ খাওয়ানো কি ক্ষতিকর?
বিড়ালের দুধ খাওয়া নিয়ে অনেক গল্প আছে। আবার দেখা যায় যে, অনেক বিড়াল দুধ খেতে খুব পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন কখনও কখনও এই দুধ বিড়ালের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে?
জন্মের পর সদ্যোজাত বাচ্চার জন্য মায়ের দুধ আদর্শ খাদ্য। মানুষ, গরু, কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি প্রাণীর দুধে এমন উপাদান থাকে, যা তাদের বাচ্চাদের শরীরের সব চাহিদা পূরণ করে। যেমন- protein, fat , lactose, amino acids, vitamins ইত্যাদি। কিন্তু সব প্রাণীর দুধে এসব উপাদান সমান পরিমানে থাকে না। বিড়াল ও কুকুরের তুলনায় গরু এবং ছাগলের দুধে protein এবং fat কম থাকে এবং lactose বেশি থাকে।
কুকুর এবং বিড়াল এই lactose হজম করতে পারে না। গরুর দুধে এই lactose অধিক পরিমানে থাকে বলে গরুর দুধ খেয়ে বিড়াল হজম করতে পারে না। ফলে অসুস্থ হয়ে পড়ে, পেটে ব্যথা হয়, বমি এবং ডায়রিয়া হতে পারে। এই ডায়রিয়া অধিক পরিমানে হলে এবং তখনই দুধ খাওয়ানো বন্ধ না করলে বিড়ালের মৃত্যুও হতে পারে।
The Universityof Illinois College of Veterinary Medicine এর Assistant Professor, Linda P. Case এর মতে-
“মানুষের মতো বিড়ালেরও অনেক সময় দুধ সহ্য করার ক্ষমতা থাকে না, যদিও আমরা মনে করি এটা একটা সমস্যা, কিন্তু এটা স্বাভাবিক। দুধের একধরনের মিষ্টি উপাদান lactose হজম করার জন্য মানুষ ও প্রানীদেহে enzyme lactase থাকে। জন্মের সময় এই enzymelactase প্রচুর পরিমানে থাকে যা মায়ের দুধ হজমে আমাদের সাহায্য করে এবং বড় হওয়ার সাথে সাথে তা কমতে থাকে। যদিও বিড়ালের জন্মগতভাবে enzyme lactase থাকে কিন্তু তা গরুর দুধ হজম করার মতোপর্যাপ্ত নয়। কুকুরের দুধের চেয়ে গরুর দুধে তিনগুন বেশি lactose পাওয়া যায়, আর তাই সরাসরি গরুর দুধ খাওয়া কুকুরের বাচ্চার মারাত্মক ডায়রিয়ার কারন হতে পারে। ”
বিড়ালছানাকে গরুর দুধ খাওয়াতে হলে-
সুতরাং বিড়ালের বাচ্চাকে গরুর তরল দুধ অথবা powder milk খাওয়াতে হলে খুব সাবধানে খাওয়াতে হবে। ১কাপ তরল দুধ=১ কাপ পানি এই অনুপাতে দুধ খাওয়াতে হবে অর্থাৎ সমান পরিমানে পানি মিশিয়ে খাওয়াতে হবে। powder milk বা গুঁড়া দুধ হলে খুব পাতলা করে কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। মনে রাখতে হবে কখনই ঘন এবং ঠাণ্ডা দুধ খাওয়ানো যাবে না। আজকাল Kitten formula কিনতে পাওয়া যায় যা বিড়ালের দুধের উপাদান দিয়ে তৈরি। Vet এর পরামর্শে বাচ্চাকে Kitten formula খাওয়াতে পারলে খুব ভালো হয়।
This site is very helpful for pet and their owners.
Got many important info from this page
আমার বিড়াল এর বয়স ৪ মাস.. ও গুড়া দুধ না খেলে ঘুমাতে চায়না.. অন্য খাবার খায়না.. আমি কি ওকে গুড়া দুধ খাওয়াতে পারবো???
গরুর দুধ খাওয়াতে হলে পানি মেশানোর আগে কি দুধ ফুটাতে হবে নাকি কাঁচা দুধ?