বিড়ালের Spay এবং Neuter এর আগে ও পরে যা জানা জরুরী
বিড়ালকে Spay এবং Neuter করানো খুবই জরুরী। অনেকে একে জটিল ভেবে অথবা ভয় পেয়ে এই অপারেশন করাতে চায় না। কিন্তু এই অপারেশন জটিল নয়। বিড়াল যে কোন ক্ষত দ্রুত সেরে ওঠে। আর তাই একটু যত্ন করলেই অল্প কিছুদিনের মধ্যে সেলাই শুকিয়ে বিড়াল সুস্থ হয়ে যায়। তাই Spay এবং Neuter এর আগে এবং পরে কিছু জিনিস জেনে রাখা জরুরী।
Spay এবং Neuter এর আগে করণীয়
• অপারেশনের ৮-১০ ঘণ্টা আগের থেকে বিড়ালকে পানি ছাড়া অন্য কোন খাবার দেওয়া যাবে না। কারন পেট ভরা থাকলে অপারেশনের সময় এবং anesthesia এর সময় বমি হওয়ার সম্ভাবনা থাকে।
• ঝুড়ি, টিস্যু, তোয়ালে ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে হবে। কারন অপারেশনের পর বিড়াল অজ্ঞান থাকে এবং তাকে সাবধানে কোলে করে অথবা বড় ঝুড়িতে করে বহন করতে হবে।
• বিড়ালের টিকা দেওয়া আছে কিনা, দুর্বলতা অথবা অসুস্থতা আছে কিনা ইত্যাদি যে কোন সমস্যা Vet কে অপারেশনের আগে বলতে হবে। Vet এর এসব জিনিস না জানা থাকলে অপারেশনে জটিলতা দেখা দিতে পারে।
Spay এবং Neuter এর পরে করণীয়
• অপারেশনের পরে জ্ঞান ফেরার পরও বিড়াল হেলেদুলে হাটে, ঝিমঝিম ভাব থাকে। পুরোপুরি ঠিক হতে ১২-১৪ ঘণ্টা সময় লাগে। ২৪ ঘণ্টার মধ্যেও যদি পুরোপুরি ঠিক না হয় তবে Vet এর সাথে যোগাযোগ করতে হবে।
• জ্ঞান ফেরার পর ৮-১০ ঘণ্টা বিড়ালকে খাবার না দেওয়াই ভাল। এতে করে বিড়ালের বমি হতে পারে। শুধু বেশি করে পানি খাওয়াতে হবে। এরপর তাকে তার পছন্দ মত খাবার দিতে হবে।
• Vet এর পরামর্শ অনুযায়ী ওষুধ, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি সঠিক পরিমানে ও নিয়মিত খাওয়াতে হবে। কাঁটা জায়গায় Savlon / Dettol লাগানো যাবে না।
• সেলাই এর কারনে অস্বস্তি হবে তাই বিড়াল বার বার কাঁটা জায়গা চাটতে চাইবে। এর ফলে অনেক সময় সেলাই ছুটে যায়।তাই তাকে বার বার নিষেধ করতে হবে অথবা এলিজাবেথ কলার(ছবির মত) কিনে বা বানিয়ে পড়াতে হবে।
• ২-৩ দিন বাসার অন্য বিড়াল থেকে দূরে রাখতে হবে। খেলতে গিয়ে সেলাই ছুটে যেতে পারে। তাই দৌড়াতে কিংবা অন্য বিড়ালের সাথে খেলতে দেওয়া যাবে না।
• ময়লা স্থান থেকে বিড়ালকে দূরে রাখতে হবে। Litter box এ বালুর পরিবর্তে কাগজ ব্যাবহার করা যেতে পারে।
• Spay & neuter এর পরে কমপক্ষে ১মাস বিড়ালকে mate করতে দেওয়া যাবে না। কারন একমাস পর্যন্ত neuter করা ছেলে বিড়াল শুক্রাণু উৎপন্ন করতে পারে এবং এতে মেয়ে বিড়াল গর্ভধারণ করতে পারে।
• কাঁটা স্থানটি ৪-৫ দিনের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু স্থানটি ভেজা অথবা লাল রক্তের মত দেখলে অবশ্যই Vet এর সাথে যোগাযোগ করতে হবে।
biral ke dourano theke biroto rakhbo kivabe ?
নিউটারের কমপক্ষে কত দিন আগে ভ্যাকসিন দিতে হবে?
স্পে বা নিউটার করার আগে বিড়ালকে কি কি ভ্যাক্সিন দিতে হয়?
After spaying my cat had got one reddish ring like skin infection just on the lower abdomen. 2 to 3 inches far from the surgery . Gradually it becomes dry hhard ring surrounding soft portion of lower abdomen. what is this skin irritation?
ছেলে বিড়াল নিউটার করালে সে বিড়াল কি মিট করতে পারবে
স্প্রে বা নিউটার করানোর পরেও কি বিড়াল জোরে জোরে ডাকাডাকি করে?
Amar chele biralta neuter er por o jekhane sekhane pee korche…ki korbo?