Blog, Dog, Dog Facts

যেসব কারনে কুকুর আপনার কথা শুনবে না

dog-donot-care

যখন আপনার কুকুরকে কিছু বলা হলো আর কুকুরটি আপনার কথা শুনলোনা একজন Dog Owner হিসেবে এটা খুবই frustrating। সঠিক গাইডেন্স এবং সম্পর্কের মাধ্যমে যে কোনো কুকুরই আপনার command শুনবে।

১) আপনি যথেষ্ট মজার না – আপনার কুকুর যখন তার সাথে আপনার এক্টিভিটিতে আর মজা পাবে না তখন সে আর আপনার কথা মানবে না। সে তখন উদ্দেশ্যহীনভাবে দৌড়ানো, ঘাসের ঘ্রান নেয়া এইরকম অদ্ভূত কাজগুলোতে মজা পাবে। তাই বেষ্ট উপায় হলো তার সাথে নতুন করে মজার কিছু করার চেষ্টা করা।

২) শাস্তি পাবার ভয় – Misbehavior এর জন্য আমরা কুকুরকে শাস্তি দিয়ে থাকি। কিন্তু শাস্তি দেয়ার আগে চিন্তা করতে হবে শাস্তিটা ঠিক হচ্ছে কি না। মনে করুন আপনার কুকুর দরজা খোলা পেয়ে বাহিরে চলে গেলো এরপর তাকে কয়েক ঘন্টা চেষ্টার পর ঘরে আনলেন এবং তাকে শাস্তি দিলেন। এটা হবে ভুল। কুকুর ভাববে তার শেষ কাজের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে। কারন তার শেষ কাজটি ছিলো ঘরে ফিরে আসা।

৩) আরও ট্রেনিং এর প্রয়োজন হলে – আমাদের কুকুর সঠিক কাজটিই করতে চায় যার জন্য আমাদেরকে তাকে সঠিক tools দিতে হবে। এরপরও যদি আপনার কুকুর একরোখা হয় বা তাকে মানানো কঠিন হয় তাহলে বুঝতে হবে আপনি যা বলছেন সে তা বুঝতে পারছে না। এরজন্য ফরমাল ট্রেনিং এর দরকার হবে।

৪) ভাষার পার্থক্য হলে – আপনার কুকুর আপনাকে যদি ইগনোর করতে থাকে তাহলে বুঝতে হবে আপনার আর আপনার কুকুরের মধ্যে সঠিক ভাষা ব্যবহার হচ্ছে না। আপনি হয়তো বা বাংলা, ইংরেজী বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলেন কিন্তু আপনার কুকুরের ভাষা হলো কুকুরের ভাষা। কুকুর যেটা বুঝে তাহলো বডি ল্যাঙ্গুয়েজ। তাই তাদের সাথে ইন্টারেক্ট করার বেষ্ট উপায় হলো অঙ্গভঙ্গি, movement, eye contact।

৫) আপনার টইমিং ঠিক না হলে – আপনার এবং আপনার কুকুরের সাথে interaction এর টাইমিং ঠিক না হলে আপনার কুকুর আপনার কথা শুনবে না। তাই তাকে reward বা punishment যাই দেয়া হোকনা কেন তা সঠিক সময়ে হতে হবে। আর ভালো কিছুর জন্য reward দেয়ার চেষ্টা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *