Litter box কি? কিভাবে এর গন্ধ দূর করা যায়?
Litter Box বলতে একটি নির্দিষ্ট বক্সকে বোঝায় যেখানে বিড়াল প্রসাব-পায়খানা করে। Litter Box এ বালু, মাটি, কাগজের টুকরা, Cat Litter(বাজারে কিনতে পাওয়া যায়) ইত্যাদি ব্যাবহার করা হয়। সাধারনত বিড়াল খালি জায়গায় কম টয়লেট করে এবং টয়লেট করার পর তা ঢেকে ফেলার চেষ্টা করে। তাই ঘরে পালা বিড়াল কে Litter box বানিয়ে দিতে হয়। স্বভাবতই বিড়াল বেশ পরিষ্কার প্রাণী সুতরাং Litter box এ যাই ব্যাবহার করা হোক না কেন সেটা নিয়মিত পরিষ্কার করে রাখতে হয়। কারন অপরিষ্কার Litter Box বিড়াল ব্যাবহার করতে চায় না। আবার নিয়মিত পরিষ্কার না রাখলে এর থেকে বাড়িঘরেও দুর্গন্ধ ছড়ায়।
Litter box পরিষ্কার রাখার কয়েকটি উপায় হল –
১) নিয়মিত Litter box পরিষ্কার করা – প্রতিদিন অন্তত একবার Litter box পরিষ্কার করতে হবে। যদি আপনার বিড়ালের সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে দুইবার পরিষ্কার করতে হবে। বালু হলে একদিন পরপর পুরাতন বালু ফেলে নতুন বালু এবং Litter হলে সপ্তাহে দুইদিন নতুন Litter দিতে হবে। কিন্তু poop করার সাথে সাথে খেয়াল করে Scoop দিয়ে তুলে ফেলতে হবে। Litter box টিকে কয়েকদিন পরপর জীবাণুনাশক সাবান দিয়ে ধুতে হবে।
২) বাতাস চলাচলের ব্যবস্থা- Litter box টি আবদ্ধ কোনও ঘরে রাখা যাবে না। এমন স্থানে রাখতে হবে যেখানে বাতাস চলাচল করে।
৩) একাধিক Litter box – ঘরে বিড়াল বেশি থাকলে একটির বেশি Litter box দিতে হবে। একটা Litter box থাকলে ব্যাবহারে বেশি নোংরা হয় এবং বিড়াল সেখানে টয়লেট করতে চায় না।
৪) অটোম্যাটিক Litter box – যদিও এটি ব্যয়বহুল। তবে এটা ঘরকে সম্পূর্ণ গন্ধমুক্ত রাখে। বিভিন্ন pet shop এ এই রকম বক্স কিনতে পাওয়া যায়।