কুকুরের গায়ে Ticks, Fleas হলে যা করণীয়
কুকুরের পরজীবীর মধ্যে Ticks, Mites, Lice এবং Fleas অধিক পরিচিত। এর ফলে চুলকানি, জ্বালাপোড়া, পশম পড়ে যাওয়া, ঘা সৃষ্টি, রক্তশূন্যতা ইত্যাদি বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়। তাই কুকুরের গায়ে যে কোন পোকা দেখলেই তা মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। এ সব ক্ষতিকর পরজীবীর আক্রমন থেকে কুকুরকে বাঁচাতে হলে যা করতে হবে-
১। Powder – Flea এবং Tick দূর করার জন্য বাজারে বিভিন্ন company এর Flea Powder কিনতে পাওয়া যায়। এটি একটি বহুল ব্যবহৃত পদ্ধতি । কিন্তু একটু সাবধানে Powder ব্যাবহার করতে হয় যেন কুকুরের নাকে মুখে না ঢুকে যায়। সারা শরীরে ব্যাবহার করতে হয় এবং ঘাড়, গলা, পেট ও লেজের গোঁড়ায় একটু বেশি দিতে হয়। কতদিন ও কি পরিমান ব্যাবহার করতে হবে তা পণ্যর গায়ে লেখা থাকে।
২। Shampoo– কুকুর বিড়ালের জন্য আলাদা Shampoo পাওয়া যায়। Natural শ্যাম্পু হলে ভাল এতে পশম রুক্ষ হবে না এবং কম পরবে। তবে তা পোকা দূর করার Shampoo কিনা তা দেখে কিনতে হবে। ২-৩ দিন এই শ্যাম্পু দিয়ে গোসল করালে Flea এবং Tick দূর হয় ।
৩। Flea Spray– পোকা দুর করার জন্য Flea Spray কিনতে পাওয়া যায় এবং কুকুরের গায়ে ব্যাবহার করা হয় । এখন বিভিন্ন vet এর কাছে Spray করার ব্যবস্থা থাকে।
আমাদের Online Shop থেকে Flea Spray কিনতে এখানে ক্লিক করুন।
৪। Flea Collar– Dog Flea collar কিনতে পাওয়া যায়। তবে এটা কুকুরের ঘাড়ে চুলকানি এবং চামড়ার রোগ সৃষ্টি করে বিধায় ব্যাবহার না করাই ভালো।
৫। Flea Comb – কুকুরের লোম আঁচড়ানোর জন্য এবং Flea দূর করার জন্য Flea Comb কিনতে পাওয়া যায়। এটি বিশেষভাবে Flea এর জন্য তৈরি। এটি দিয়ে নিয়মিত আঁচড়ালে কুকুরকে Flea মুক্ত রাখা যায়।
৬। Natural পদ্ধতি –
• কুকুরকে নিয়মিত গোসল এবং grooming করাতে হবে।
• খোসাসহ পাতলা করে একটি লেবু নিন। ১কাপ আধাসেদ্ধ গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন গোসলের আগে কুকুরের গায়ে মেখে দিন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এটি পরপর কয়েকদিন ব্যাবহার করুন।
• উকুনের ডিম কুকুরের লোমের সাথে শক্ত ভাবে আটকে থাকে। তাই একটু মেয়নেজ হাতে নিয়ে কুকুরের লোমে ঘষে দিন।এতে ডিমগুলো আলগা হয়ে যাবে। এরপর কুকুরকে ভাল করে কোন Shampoo দিয়ে গোসল করিয়ে দিতে হবে।
বাচ্চা কুকুরের ক্ষেত্রে-
কুকুরের মায়ের গায়ে Flea থাকলে বাচ্চাদের গায়েও হয়। আর এটা ওদের জন্য ক্ষতিকর। কিন্তু ৪ মাস বয়সের আগে বিড়ালের গায়ে কোন ধরনের Powder, Shampoo ইত্যাদি কেমিক্যালযুক্ত পণ্য ব্যাবহার করা একেবারেই উচিৎ নয়। সাধারনভাবে হাত দিয়ে Ticks, Mites, Lice ধরে ধরে ফেলে দিতে হবে। এরা খুব দ্রুতগতির হয় তাই এদের সহজে ধরা যায় না। হাতে Vaseline Jelly অথবা petroleum jelly মাখিয়ে নিলে এদের ধরতে সুবিধা হয় এবং ধরার পর পালিয়ে যাতে না যায় সে জন্য তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। Dishwashing Powder যুক্ত পানিতে ফেললে এরা তাড়াতাড়ি মারা যায়। আবার বাচ্চাকে কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে ভালভাবে মুছে Flea Comb দিয়ে আঁচড়ে দিলে Flea কমে।
যা যা মনে রাখা প্রয়োজন –
১) Flea, Ticks, Mites, Lice যদি বেশি হয় তাহলে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
২) অসুস্থ, ব্যথা পাওয়া অথবা পা ভাঙ্গা কুকুরেকে Flea treatment দেওয়া যাবে না।
৩) সপ্তাহে অন্তত একদিন বিছানা ধুতে হবে কারন Flea এর ডিম বিছানাতে বেশি পাওয়া যায়।
৪) কুকুরকে নিয়মিত grooming করতে হবে।
৫) কুকুরের খাবারের বাটি নিয়মিত পরিষ্কার করতে হবে।
৬) বাড়িতে একের অধিক কুকুর থাকলে সবাইকে একসাথে Flea treatment দিতে হবে।
আমার একটা কুকুর আছে, বয়স আনুমানিক ৫ মাস, ওর গায়ে ও নিজে চুলকিয়ে ঘা বানিয়ে ফেলেছে। স্থানীয় পশু হাপাতালে নিয়ে গিয়েছি-তারা শুধু alatrol খাওয়াতে বলেছে, কিন্তু কোন কাজ হয়নি। প্লিস অনুগ্রহ পূর্বক আমাকে সাহায্য করলে আমি কৃতজ্ঞ থাকব।
আমি নিয়মিত ৩ সপ্তাহ পর পর কুকুরটাকে গোসল করাই। পিঠের উপরে লোম উঠে গেছে, পেটের নিচে লাল চুলকানি আছে। সবসময় চুলকাতে থাকে। সমাধান দিয়ে সাহায্য করলে কৃতজ্ঞ থাকব, ধন্যবাদ।
কিভাবে ঘা কমবে ,লোম ওঠা বন্ধ হবে
আমার পোষা কুকুরের বয়স ৮ মাস।ওর বয়স অনুযায়ী শারীরিক গ্রথ বাড়েনি।শরীরের লোম প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, সারাক্ষণ চুলকানি হচ্ছে এবং শরীর কামড়ে ক্ষত বিক্ষত করে ফেলে । নিকটস্থ পশু হসপিটালে নিয়েছিলাম তারা এন্টিহিস্টামিন ট্যাবলেট দিয়েছে তাতে সমাধান হয়নি।এর একটা স্থায়ী সমাধান দিলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো🙏🙏🙏
আমার একটি কুকুর আছে। নাম কালু তাকে একজন মেরেছে মনে হই। কিছুদিন পরে বাড়ি আসলো পরে দেখি খুব খারাপ অবস্থা। গারের মেরুদণ্ড দিয়ে খুব পোকা হইছে কালুটা পাগল হয়ে যাচ্ছে। এখন আমার করনীয় কি একটু ্লেন??
খুব সম্ভবত ওর ম্যাগটস হয়েছে। এটার ট্রিটমেন্ট অভিজ্ঞ ভেট ছাড়া করা সম্ভব নয়। আর খুব দ্রুত ভেট না দেখালে এই পোকা বাড়তেই থাকবে।
কুকুরের বয়স ৩/৪মাস গায়ে সাদাটে রং এর উকুন হয়েছে৷।লোম উঠে যাচ্ছে।প্রচুর গা চুলকায়।কি করনীয়।
আমার কুকুরটাকে অন্য একটা কুকুর কামড়েছে ওর চামড়াটা সামান্য একটু ফুটো হয়েগেছে আমি কি করবো এখোন
আমার কুকুরের বয়স৩- 8 সাপ্তাহ হবে। তার মায়ে থেকে নিয়েছি কারন কুকুর তার পায়ে আঘাত পেয়ে ছোট গর্ত হয়ে পোকা হয়েছে আর পা ফুলে গিয়েছে, ব্যথা ও আছে। একন কি করতে পারি বা কি ওষুধ ব্যবহার করতে পারি যাতে পোকা গুলো বের হয়ে যাই এবং হাটা হাটি করতে পারে। আর কি খাওয়াতে পারি?
NEGASUNT powder use karun পোকাগুলো মরে যাবে।