Catnip হচ্ছে একধরনের আগাছা জাতীয় বুনো গাছ। অনেক বিড়াল এর গন্ধ শুঁকতে খুবই পছন্দ করে, চিবায় এবং অনেক সময় খায়। এটা শরীরের জন্য ভালো এবং হজমে সাহায্য করে। মাঝে মাঝে পানিতে সেদ্ধ করে drink হিসেবে বিড়ালকে দেওয়া যায়। এর গন্ধ পেলে তারা উত্তেজিত হয়ে যায়, খেলতে শুরু করে, মাটিতে গড়াগড়ি খায়, গা ঘষতে থাকে। ওদের আকর্ষণ বাড়ানোর জন্য Scratching Pad ও খেলনাতে এটি ব্যাবহার করা যায়। বিভিন্ন pet shop এ Catnip দেওয়া খেলনাও কিনতে পাওয়া যায় যা দিয়ে খেলতে ওরা খুব ভালবাসে। বিড়াল সবুজ ও তাজা Catnip বেশি পছন্দ করে। তবে এখন বিভিন্ন আকৃতির প্যাকেটে Catnip পাওয়া যায়।
কিন্তু কিছু বিড়াল এটা পছন্দ নাও করতে পারে। তিন মাসের কম বয়সের বিড়াল Catnip এ আকর্ষিত হয় না। মেয়ে বিড়ালের চেয়ে ছেলে বিড়াল Catnip বেশি পছন্দ করে কারন Catnip এতে ‘nepatalactone’ নামের একটি পদার্থ থাকে যা মেয়ে বিড়ালের প্রসাবের ভেতর পাওয়া যায় এমন একটি পদার্থের সাথে অনেকটা মিলে যায়। তাই মেয়ে বিড়ালের চেয়ে neutered নয় এমন ছেলে বিড়াল এর গন্ধে বেশি উত্তেজিত হয়ে যায়। প্রতিকুল পরিবেশে এবং রেগে গেলে Catnip এ কোনও প্রতিক্রিয়া হয় না। তবে মাত্রাতিরিক্ত Catnip বিড়ালকে দেওয়া উচিৎ নয়।
Catnip plant ta kothai pabo?
Any pet shop around you