বিড়াল হঠাৎ খাবার খাওয়া বন্ধ করে দিলে যা করবেন
অনেক সময় বিড়াল পর্যাপ্ত পরিমানে খাবার খায় না অথবা খাবার খাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। স্বভাবতই বিড়াল খেতে পছন্দ করে। না খেয়ে থাকলে বুঝতে হবে কোন সমস্যা হয়েছে। তাই খাওয়া বন্ধ করে দেওয়ার সঠিক কারণটি খুঁজে বের করে অবশ্যই এর সমাধান করতে হবে।
খাদ্যগ্রহন বন্ধ করে দেওয়ার সম্ভাব্য কারনসমুহ
- অসুস্থতা এর প্রধান কারন হতে পারে। যে কোন ধরনের রোগে আক্রান্ত হলে যেমন- জ্বর, ডাইরিয়া, কিডনি রোগ ইত্যাদিতে আক্রান্ত হলে বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দেয়।
- যখন পেটে বেশি কৃমি হয় বিড়াল অসুস্থতা বোধ করে বমি করে এবং খাবার খেতে চায় না।
- Spay এবং Neuter করালে অথবা Vaccine দেওয়ার পর কিছু দিন খাওয়ায় অরুচি হয়ে থাকে।
- Heat এ আসার আগে ও পরে বিড়ালের অরুচি হতে পারে।
- দীর্ঘদিন একই খাবার খেলে খাওয়ায় অরুচি হতে পারে।
- বাইরে কোথাও গেলে, গাড়িতে ভ্রমন করলে অথবা নতুন পরিবেশে অনেক বিড়াল খাবার খেতে চায় না।
- বিড়াল খুব emotional প্রাণী। খাবার পছন্দ না হলে অথবা মন খারাপ থাকলে খেতে চায় না।
খাদ্যগ্রহন বন্ধ করে দিলে যা করনীয়
- বিড়ালকে যত দ্রুতসম্ভব Vet এর কাছে নিয়ে যেতে হবে। অসুস্থতার কারন নির্ণয় করে তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে।
- বিড়াল যখন খাবার এবং পানি খায় না তখন আস্তে আস্তে তার শক্তি কমে যায়, শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং সে দুর্বল হয়ে পড়ে। Vet এর কাছে যেতে দেরি হলে ততক্ষন পর্যন্ত বিড়ালকে সিরিঞ্জ অথবা ড্রপার দিয়ে প্রতি দুই ঘণ্টা অন্তর অন্তর ৮-১০ ফোঁটা করে saline খাওয়াতে হবে অথবা প্রতি তিন ঘণ্টা অন্তর অন্তর ৬-৮ ফোঁটা Dextrose 25% (গ্লুকোজ) খাওয়াতে হবে। তবে ডাইরিয়া হলে গ্লুকোজ খাওয়ানো যাবে না, পর্যাপ্ত পরিমানে পানি খেতে দিতে হবে।
- কৃমি হলে deworming করাতে হবে।
- মশলা ছাড়া শুধু সেদ্ধ মাছ অথবা মাংস দেওয়া যেতে পারে। মশলা বিড়ালের শরীরের জন্য ভাল নয় এবং বিড়াল পছন্দ নাও করতে পারে।
- সবসময় যে খাবার খেয়ে অভ্যস্ত তা পরিবর্তন করে অন্য খাবার দিন। যেমন- মাছ খেয়ে থাকলে মাংস খেতে দিন।
- বিড়ালকে খাওয়ায় উৎসাহিত করার জন্য অল্প পরিমানে টুনা মাছ, কলিজা, ডিমের কুসুম ইত্যাদি খেতে দেওয়া যেতে পারে।তবে এইগুলো বেশি দেওয়া ক্ষতিকারক হতে পারে।
- সব সময় পরিষ্কার, তাজা এবং ভাল খাবার খাওয়াতে হবে।
- Spay এবং Neuter করালে অথবা Vaccine দিলে যদি অরুচি হয় তা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায় এবং রুচি ফিরে আসে।
- Cat Food খেয়ে অভ্যস্ত থাকলে ব্র্যান্ড অথবা ফ্লেভার পরিবর্তন করে দেওয়া যেতে পারে।
আমরা যেই saline খেয়ে থাকি ঐ saline খাওয়াবো?
হুম ওটাই!
amr akta cat ache r kichu din age or tin ta bby hoiche kbl chokh futeche r hatte sikhche ar mddhe akta bby dui din dhore hotath e sick hye poreche khacche nh r otirikto drbl sharadin ghumai thkte matha tule j bshbe sei khomotau nai akhn amr koronio ki?
Amar biral er bacha khub chanchol chilo
Hotat kore ajke kisui korena jene pai onei shue pore
Khabar khai na ki kora jai
আমার বিড়ালকে কুকুর কামড় দিয়েছে এখন সে খাবার খায় না ।এখন কি করব
পুষ্টি কর খাবার খাওয়াবেন যেমন: ডিমের কুসুম, কলিজা, টুনা মাছ ইত্যাদি খাওয়াবেন
accha,apnar biraler akta baby ki mara gese koyekdin age and oita ki white baby cat?
accha,apnar biraler akta baby ki mara gese koyekdin age and oita ki white baby cat?ar akta black baby ki onek besi sick and kisu khasse na?
Amar biraldin dhore kicchu khacche na amader aikhane kono vet nei ami oke sudu selain kheiye raksi ami ki korbo bujtesina amake akttu sahajjo koren plsss noyto amar biralta mara jabes
glucolite/ glucomin saline
হ্যা ওই স্যালাইনই খাওয়াবেন কিন্তু যদি বিড়ালের শরীলে জ্বর থাকে তাহলে স্যালাইন খাবেন না এতে শরিরের তাপমাত্রা বেরে যায়।
হ্যা উর সেলাঈন খাওয়াবেন
আমিও সেটা বলছি
amr akta cat ache r kichu din age or tin ta bby hoiche kbl chokh futeche r hatte sikhche ar mddhe akta bby dui din dhore hotath e sick hye poreche khacche nh r otirikto drbl sharadin ghumai thkte matha tule j bshbe sei khomotau nai akhn amr koronio ki?
চিকেন বয়েল করে তারপর পানিসহ মাংস ব্লেন্ড করে খাওয়ানোর চেষ্টা করুন। সাথে ২৫% ডেক্সট্রোজের বোতল পাওয়া যায়, একদম ছোট। সেটা ২-৩ মিলি করে খাওয়ান। আর খাওয়া যদি একদমই না খায়, অবশ্যই খুব দ্রুত ভেটের পরামর্শ নিতে হবে।
আমার বিড়াল খুব বেশি অসুস্থ😭১০ দিন থেকে কোনো কিছুই খাচ্ছে না.ওর মুখ কালো হয়ে গেছে.না খেয়ে এতটাই দুর্বল হয়ে গেছে তাকাতেই পারছে না.আর শরীর থেকে অনেক পঁচা দুর্গন্ধ বের হচ্ছে কাছেই যাওয়া যাচ্চে না.আমি আমার এই বিড়ালটিকে হারাতে চাই না😭💔 প্লিজ হেল্প মি
Taratari doctor e niye jan,or obosta beshi kharap.
nh rice saline khawaite hoi
আমার বিড়ালের বয়স ২-৩ সপ্তাহ হবে।
এটা অনাথ কুড়িয়ে পেয়েছি।
এখন সে খেতে চায় না তাকে জোর করে দুধ (গুড়ো দুধের সাথে পানি)খাওয়ানো লাগে। আর একাকিত্ব অনুভব করে কাউকে যেনো খুজে। কি করা যায়
Hothat amr biral kicu kache na. Saradin Sudhu Bose thake . Gumay. Ar khele na. Khaoya bontho kore dise. Sorir gorom. Er koronio. Ki ?
pore ki korcen apu amr biral tao ida-ning emn kortece
আমার বাড়ির পোষা বিড়াল চাররথেকে পাঁচ দিন কোন কিছু খাচ্ছে না যদি জোর করে খাওয়াই দেই তাহলে বমি করতেছে বমি গুলো হলুদ হচ্ছে বিড়ালটা অনেক দুর্বল হয়ে পড়েছেএখন আমি কি করব প্লিজ হেল্প করুন
Amar biral tar same obostha. Apnar biral ki Ekhon sustho?
কুকুর বিরাল কে কামরালে করনিও কি??? এবং খাবার খাওয়া বন্ধ করলে কি করব,,,,,,
amr biral suddenly bomi kortesa onk kisu khase na jodi kisu janen bolen amr vet reply dissa na onk sick 2 month cat 12 days ar body temperature 99° please help me
আমার টা ডিওয়ারিং করানোর পর আর তিন টা মেডিসিন দিসে অরসেট৭০ মিলি মোটিগাট আর নিউট্রিডেক্স 100মিলি আর জিনক সিরাপ দিসে ডাক্তার ভালো
আমার বিড়াল টার মা মারা গেছে ঐদিন থেকে কিছু খাচ্ছে না,মনমরা হয়ে খাবার থেকে মুখ ফিরিয়ে নেয়,কি করা যায় এ অবস্থায়
biral ti goto 2 din dhore khacche na.. khabar samne dilew kichu khacche na… dekhe mone hocche or golai shomossa… hoito thanda lagse.. ba kichu atkaise… saradin shuye thake… or ki thanda lagse?? kono medicine khawabo? or boyosh prai 1.5 mash…
আমার বিড়ালটা কিছুদিন যাবত কিছুই খাচ্ছে না শুকিয়ে যাচ্ছে খাবার চেন্জ করে দেওয়ার পরও ঠিকমত খায়না,,, কি হয়েছে বুজে ওঠতে পারছিনা এমতাবস্থায় কি করতে পারি,,
amar biral er o erokom somossa hoyeche..apnar biral ta ki thik hoyechilo? Ektu bolun na j ki korbo?
আমার বিড়ালের বাচ্চা হওয়ার পর খাবার খেতে চাইছে না, খেলেও খুব অল্প খায়, তাছাড়া খাবারে অরুচি। এমতাবস্থায় কি করা উচিত?
আমার বিড়ালের এক মাস আগে ৪টা বেবি হয়েছে। ও তিন দিন ধরে কিছুই খাচ্ছে না। সারাদিন বাইরে থাকে। বিকেলে আসে৷ বাচ্চাদের দুধ দেয় না। কি করা উচিত 🙂
আমাদের একটা পুরুষ বিড়াল আছে। বেশ কিছুদিন ধরে কিছুই খাচ্ছে না। শুধু দুধভাত আর ডিমের কুসুম দিয়ে ভাত দিলে অল্প পরিমাণে খায়। স্বাস্থ্য সাভাবিক। সারাদিন শুধু মেও মেও করে। বমি, ডাইরিয়া এগুলোর কিছুই নেই। এখন তার জন্য কি করতে পারি? পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন প্লিজ।
আমার একটা বিড়াল আছে । এক বছর বয়স । সে খাবার খেতে চাইছে না ৪ ৫ দিন থেকে শুধু ঘুম পারে । কি করা যায় একটু বলবেন ।
Amr 3masher ekti chele biral ache .kichu khelei or pet fule jay hatte parena ekhon amr ki kora uchit?
Ami ekti 2,3masher chele biral enchi goto 1shopta babod oke palchi..kintu or khete nile pet fule jay ei tular karone o hatte parena. Ekhon amr ki kora uchit or jonno ?
কিছুদিন আগে পেট খারাপ হয়েছিল
বাচ্চা বিড়াল খাবার খাচ্ছে তবে খুবই কম এবং শুকিয়ে হাড় বেরিয়ে গেছে
যেহেতু আমি চাকরি করি ভেটের কাছে নেয়ার সময় হয়না
এখন কিভাবে বুঝবো ওর সমস্যা কোথায় হচ্ছে
বা ট্রিটমেন্ট কি দিব?
Dughdo biral chana ki6u kha6e na,bomi kor6e,abar bomir sathe rokto bero6e,mayer dudh porjonto kha6e na ,kena dudh o khete chai6e na
আমার বিড়াল এর বয়স ৪ বছর তবে কিছু দিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছি আমি খুব চিন্তা হচ্ছে তবে কয় এক সপ্তাহ আগে আমার বিড়াল মা হয়েছে এর আগে ২ বার মা হয়েছে তবে এই বার কেমন জানি খাবার খায় না ওর না খাওয়ার কারন কি?
Amr akta biral ta aj 3 din kichu khai ni aj sokal theke chup kore suye ache jol tukuo khete parche na ki korbo bujhte parchi na
আমি একটা বিড়াল ছানা পেয়েছি ৫ দিন হলো।ছানাটার বয়স এমন হবে যে কিছুদিন হলো মায়ের দুধ খাওয়া বন্ধ করেছে,নিজে নিজেই অন্য খাবার খেতে পারে।
এ কদিন তো ঠিকই ছিলো,কিন্তু গতকাল দেখলাম খাওয়া দাওয়া তেমন একটা করছে না,সারাদিন পানিও খায় নি।রাতে মুরগির মাংস খাওয়ার কিছুক্ষণ পর বমি করে ফেলে দিয়েছে। উল্লেখ্য যে আমি পঁচা বাসি কিছু খাওয়াই নি।আমরা যা রেগুলার মাছ মাংস খাই তাই দিয়েছি।কিন্তু আজকে সকাল থেকে কিছুই খাচ্ছে না।আমি ধরে পানি খাইয়ে দিয়েছি ডিহাইড্রেশন এর ভয়ে।
কিছু একটা পরামর্শ দিবেন।খুব ভয়ে আছি ওকে নিয়ে।
আমার একটা বিড়াল আছে । কিছু দিন যাবৎ আমার বিড়ালটি খাওয়া বন্ধ করে দিয়েছে । ওজন কমে গিয়েছে। মাঝে মাঝে বমিও করে। মন মরা হয়ে থাকে। ওর পছন্দের খাবার মাছ ও দুধ। দিলে মুখ ফিরিয়ে নিচ্ছে। কোনো কিছু খাচ্ছে না। আমি খুব চিন্তিত। এই অবস্থায় আমার কি করা উচিত please please please 🙏🥺 বলবেন?
বিড়াল ,নষ্ট দই খেয়ে ফেলছিলো ,
তার পর থেকে ৫,৬ দিন হয়ে গেছে সে আর কিছু খাইনা ,
এখন করনীয় কি??
দ্রুত জানাবেন please
Amar biralta age onk khawa dawa korto.kintu or malik 1-2 months age mara jawar age abong pore akdom purai khawa dawa bondho kore dise.ok pogo khawachchi ruchir jonno.o shudhu cat food r kacha mangsho r kacha fish chara kichui khayna.agulou akdom olpo kore khay.or malik jevabe khawato amra oivabei khawai.3-4 month o nije ichche kore kichu khayna.shudhu cat food chara.ato cat food to oder jonno valona.ok jor kore mukhe khabar dileo fele dey.saline,chicken stock shobi khawachchi kintu or kono poriborton nai.5 kg theke akhon 2 kg.
আমার বিড়াল 2 দিন ধরে কিছুই খাচ্ছে না , গায়টা ঠান্ডা হয়ে আছে, এর কারণ টা কি ?
হটাৎ আমার রুমের সামনে একটি বিড়াল শুয়ে থাকে,, বিড়াল টি শুধু শুয়ে থাকে খাবার খায়না,, দেখে মনে হয় শরীর টা অনেক দূর্বল,, এবং বিড়াল টি পেটে হাত রাখলে মনে হয় ভিতরে কেমন যেন আওয়াজ হয়। যেমন আমাদের পেট খারাপ হলে যা হয়,, এখন কী করতে পারি? একটু বলবেন।
Amar Ekta purus Biral asay hoyos Arai bosor. 2 shapta dorey kish khetey shayna. Majay Majay pani khay, Paat(valley) vub Borho.hoye gasey.deworming kortey honey ki?
Biral hotat khawa bondho kore dile ki osud dite hoy? Kono injection dite hoy?
আমার বিড়াল ৩ দিন যাবত শুধু পানি ও স্যালাইন খাচ্ছে। এখন কিভাবে খাবারে রুচি আনাবে?
আমার বিড়াল হটাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে।ডক্টর দেখিয়ে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে।এখন কৃমি ওর পটি তে দেখা যায় না।তারপর ভিটামিন এর জন্য বিকোজিন ওষুধ দিচ্ছে এটা খাওয়াচ্ছি কিন্তু ওর খাবার এ অনীহা দেখে যাচ্চি।ওকে যখন খাবার দেই ও আমার সাথে দৌড়ে ওর খাবারের স্থানে যায় ।কিন্তু খাবারের ঘ্রাণ শুকে চলে যায়।।তাও খায় না।আমি ওকে এখন স্প্রে বোতল দিয়ে পানি,সেদ্ধ মুরগি মাছের পানি এসব খাওয়াচ্চি।কিন্তু ওর এরকম চুপচাপ হয়ে থাকা আর সারাদিন শুয়ে ঘুমিয়ে কাটায়।একটুও খেতে চায় না এর কারণ টা বুঝতেছি না।প্লিজ কেউ একটু হেল্প করুন।
আমার একটা পাঁচ মাসের পোষা বিড়াল ছিল,, সে খুব চঞ্চল ছিল হঠাৎ তার জ্বর আসে, প্রথম দিন একটু খাবার খেলেও দ্বিতীয় দিন থেকে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, দুই-তিন দিন আমি জোর করে খাওয়ালেও তার বয়সানুযায়ী খুব কম খাওয়াতে পেরেছি, তারপরদিন উপজেলা পশু হাসপাতালে নিয়ে গেলে তারা একটা নাপা সিরাপ দেয় এটা খাওয়ানোর পরদিন ভোরবেলা আমার বিড়ালটা মারা যায়, তারপর আমার আরো তিনমাসের তিনটা বিড়ালছানা একই পদ্ধতিতে মারা যায়,, এখন আমার মা বিড়ালটা আবারো প্রেগনেন্ট, আল্লাহ না করুন যদি এই বাচ্চাদের ক্ষেত্রে এরকম অসুস্থতা লক্ষ্য করি তাহলে আমার কী করণীয়,,, please anyone suggest me 🙏🥺
Accha amar biral ke onno ar ekta biral kamor diyeche,ekhon amar biral kono khabar khai na ,onek osustho hoye poreche,ki korbo ekhon
oi shunen amr biral hotat kore ki jano khaice kharap ba bisakto kicu but tarpor thake or response kome gace morar moto pore chilo trpor ame aktu pani r dudh dici but trporau kiccu khacce na kmn jani abnormal behave korceo….ame ki krbo bujhtcina kicu…biral ta choto …. r prothom din or sobuj hagu hoycilo or obostha valo na…